Chorompotro Ltd.

'কি পোলারে বাঘে খাইলো? শ্যাষ। আইজ থাইক্যা বঙ্গাল মুলুকে মছুয়াগো রাজত্ব শ্যাষ। ঠাস্ কইয়্যা একটা আওয়াজ হইলো। কি হইলো? কি হইলো?'
.
.
মুক্তি যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারীত ব্যঙ্গ রসাত্নক কথিকা চরম পত্র মুক্তি যোদ্ধা এবং স্বাধীনতাকামী বাঙ্গালীর মনে যুদ্ধের বিভীষিকা আর হত্যাযজ্ঞের ভয়াবহতা ভুলিয়ে শক্তি সাহস আর আনন্দের সঞ্চার করতো। 'চরমপত্র' অনুষ্ঠানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হওয়ার দিন ২৫শে মে থেকে শুরু করে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার দিন পর্যন্ত প্রতিদিন প্রচারিত হয়েছে। 'চরমপত্র' অনুষ্ঠানটির নামকরণ করেছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কর্মী আশফাকুর রহমান খান। 'চরমপত্র' - এর প্রতিটি অধ্যায় রচনা ও পাঠ করেন এম আর আখতার মুকুল।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এই অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের উৎসাহ ও উদ্দীপনা দানের জন্য রচিত ও পরিবেশিত হতো। এই অনুষ্ঠান বাংলাদেশের শত্রু কবলিত এলাকার জনগোষ্ঠী ও ভারতে অবস্থানরত বাঙ্গালী শরণার্থীদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই অনুষ্ঠানের অনুপ্রেরণা থেকেই আমাদের চ্যানেলের নাম রাখা 'Chorompotro'