Folk Bangla

বাংলা ভাষা বিশ্বের দরবারে কনিষ্ঠতম ভাষাদের একটা কিন্তু সাহিত্যে, গানে, শিল্পকলায় সে সবার কাঁধে কাঁধ রেখে চলে। তিনশো-সাড়ে তিনশো বছর আগে জন্ম নেওয়া একটা চারাগাছ আজ এক বিশাল বটবৃক্ষ। সেই প্রকাণ্ড গাছের হৃদয় জুড়ে আছে এই বাংলা ভাষার বিভিন্ন প্রান্তের লোকগান, মাটির গান। তবুও সে প্রচারের বিপরীতে ছোটে, লোকগান শিল্পিরাও অনেকক্ষেত্রেই সবার আড়ালে রয়ে যান। হয়ত সেই কারনেই বছরের পর বছর মানুষের হৃদয়ে থেকে যান লালন ফকির, ভবা পাগলা, হাসন রাজা, শাহ আব্দুল করিমেরা। সেই লোকগানকেই নতুন ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আশা রাখি ফোক Bangla হাত ধরে বাংলার মাটির গান ছড়িয়ে পরবে বিশ্বের সমস্ত প্রান্তে কিন্তু তবুও সে মাটির টান ভুলবে না।
(Folk Bangla is the Bangla Folk Songs Music Channel to present you New Bangla Songs. For all types of Bangla Folk Song, Lalon song, Bangla Baul songs, Shah Abdul Karim Song, Bangla Folk Song Collections, and all types of Bangla Songs, Stay with Folk Bangla on Youtube.)

We promise you to provide with Good Quality of Music.