সালাফী টিভি

আস-সালামু আলাইকুম, আল্লাহর রহমতে আশা করি ভাল আছেন। আপনাকে এই চ্যানেলটিতে ভিজিট করার জন্য “জাযাকাল্লাহু খাইরান"। দীনের কল্যাণের উদ্দেশ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলিতে (লাইক,কমেন্ট এবং শেয়ারের) মাধ্যমে নিযুক্ত থাকুন।

আল্লাহ তা‘আলা বলেন-
"হে মুমিনগণ! তোমরা যা কর না তা তোমরা কেন বল?[২] তোমরা যা কর না, তোমাদের তা বলা আল্লাহর নিকট অতিশয় অসন্তোষজনক।[৩]" (সূরাঃ আস-সফ | As-Saff | سورة الصف)

আল্লাহ দয়া করে আমাকে উপরের আয়াত দুটির (সূরা - সফ- ২,৩) পরিপ্রেক্ষিতে প্রতিফল/প্রতিদান না দিয়ে বাকি আয়াত গুলোর (তওবা- ৭১,৬৭) (আলে ইমরান- ১১০,১১৪) সাপেক্ষে আমাকে প্রতিফল/প্রতিদান দান করুক। (আমীন)।

কারণ এই চ্যানেলটির প্রধান উদ্দেশ্যই হলো একসাথে দেখে পরে শিখা। এ চ্যানেলে উপস্থাপিত তথ্যগুলো আমরা বিভিন্ন ধরনের (ওয়েবসাইট ,সোশ্যাল মিডিয়া,অ্যাপস) এবং আরো বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করেছি, সংগ্রহের সময় আমাদের ভুল ত্রুটি হতে পারে, যদি আপনারা কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে আমাদেরকে অবগত করবেন।

আল্লাহ্ আমাদের সৎ পথের আদেশ ও অসৎ পথের বাধা দেওয়ার সামর্থ্য দান করুন। (আমীন)