sounak93
হে নূতন
ভোর হ'ল তোর প্রাণে
নবান্নের এই পূজার
ঘুঙ্ঘটকে পট খোলরে
ভেবে দেখ মন কেউ
হরি তোমার মাতৃরূপ
নীল দিগন্তে ঐ ফুলের আগুন
আনন্দে মাতে গিরিরাজপুরী
মানুষের মনে ভোর হল
নমো চণ্ডী নমো চণ্ডী
হে কনকোজ্জ্বল
বল্লভ ফিরে গেছে পল্লব ঝরে
কখন দিলে পরায়ে স্বপনে
প্রলয় ঝঞ্ঝা বজ্র হানিছে
আমার জীবনে সারথি
নারী
পূবসাগরের পার হ'তে
কান্হা তেরী বাঁশুরী
কুসুমদোলায় দোলে শ্যামরায়
সার্থক জনম আমার
ওলো মনময়ূরী খুশির পাখা তোল
হায়রে আমার এ সুরবাহার
পথ যদি হয় পিছল
এ কী করুণা করুণাময়
ধায় যেন মোর সকল
রাধার কি হইল
আমার এক জনমে
নমামি ভক্তবৎসলং কৃপালু
দেব্যা যয়া ততমিদং জগদাত্মশক্ত্যা
দুখের কাছে হার মেনে তোর