Education with Shanto Amin

আস্সালামু আলাইকুম।
'Education with Shanto Amin' is the name of my channel.
পড়াশোনা কঠিন কোন বিষয় নয়। পড়াশোনার মূল উদ্দেশ্য এ প্লাস পাওয়া নয়, মনুষত্ব্য অর্জন। এ ধারনা বাস্তবে রূপ দেওয়াই আমার এ চ্যানেলের উদ্দেশ্য |
এ চ্যানেলে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, English Grammar & English Literature বিষয়ের টিউটেরিয়াল থাকবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থী (ষষ্ঠ থেকে দশম), উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, মেডিকেল কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থী, বিসিএস পরিক্ষার্থী এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহন করতে যাচ্ছেন তারা সবাই এ চ্যানেল থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ।
আপনাদের সহযোগিতা এবং মূল্যবান পরামর্শ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য সহযোগিতা ও পরামর্শের প্রত্যাশায় রইলাম।
যে কোন পরামর্শ বা যোগাযোগের জন্য- ০১৬১১৯০২৮০৫