Gram Moholla tv
আহ! যদি চলে যেতে পারতাম আজ থেকে সাড়ে ১৪০০ বছর আগে মসজিদে নববী শরীফের সেই না'ত মাহফিলে, যেখানে হাসসান বিন সাবিত (রা.) মিম্বরে দাঁড়িয়ে না'ত গাইছেন আর প্রিয় নবিজী তা শুনে মুচকি মুচকি হাসছেন৷ মসজিদে উপস্থিত সাহাবাদের চোখে অশ্রু টলমল করছে৷ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই নূরারী চেহারার দিকে৷ আর চেহারা তো এমন যে, যা দেখলে আশেক দুনিয়া ভুলে যায়, পেটে ক্ষুধার জ্বালা মিটে যায়, যেখানে নিজের জান-মাল লুটিয়ে দিয়ে চায়৷ প্রেমের সেই মজলিসে সবার প্রেমাষ্পদ শুধু একদিকেই৷ কভু দৃষ্টি সেই নজরকারা কাজলগাড়া চোখ মুবারকদয়ের দিকে৷ ললাট বেয়ে দু-পাশে কালো কেশ মোবারকগুলো যেন নিজ আনন্দে দুলছে, সে যে রাহমাতুল্লিল আলামীনের চুল৷ যার কায়ায় একত্রিত হয়েছে দো-জাহানের সৌন্দর্য৷ মন চিৎকার দিয়ে বলতে চায় -
"নবীগো! তোমায় জীবনের চাইতে বেশী ভালোবাসি"
নসিবে যা আছে তাই হবে আমি শুধু চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ