MathMedia

একজন গণিতের শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ছোটবেলা থেকেই গণিতকে ভালোবাসি বলে নিজেকে একজন গণিতপ্রেমী হিসেবে দাবী করি। আমি স্বপ্ন দেখি গণিত নিয়ে, গণিতের ভবিষ্যৎ নিয়ে। আমি চাই এই গণিতপ্রেমটা প্রতিটি মানুষের মধ্যেই জেগে উঠুক।

অথচ আজকের ছেলেমেয়েরা অনেকেই গণিতচর্চা থেকে দূরে থাকে। এর প্রধান কারণ হচ্ছে গাণিতিক সূত্রগুলো বোঝার অক্ষমতা, সূত্র মুখস্থ করে গাণিতিক সমস্যার সমাধান করা, গণিতের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে উন্মুক্ত চিন্তা করার পরিবেশ না থাকা ইত্যাদি।

তাই আমি মনে করি সব ক্ষেত্রে গণিত ও গণিতপ্রেমকে ছড়িয়ে দেওয়া, গণিতকে তরুণ-তরুণীদের কাছে তুলে ধরা, তদুপরি একটি যৌক্তিক মন এবং মেধা নিয়ে আমাদের তরুণসমাজকে এগিয়ে আসতে সহায়তা করা জরুরি।

আর এসকল কারণেই আমাদের এই চ্যানেলটি তৈরি করা। MathMedia চ্যানেলটি কাজ করবে এসব উদ্যোগ নিয়েই। আমাদের কাজ থাকবে গণিতের নানাবিধ সমস্যা ও মৌলিক বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা করা। এছাড়াও প্রতিনিয়ত গণিতের সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

আহবায়ক
সাইফ আরেফিন বিপুল,
প্রতিষ্ঠাতা, MathMedia .