Domjur fishing channel

আমার নাম অসীম চৌধুর,একজন সাধারণ গরিব ঘরের ছেলে যার ছোটো থেকেই মাছ ধরার নেশা আর সেই নেশাটা আমার মনেহয় অন্যান্যদের থেকেও একটু বেশী। মাছ ধরছি ছোটো থেকেই তবে ক্যামেরা বন্দি করতে শুরু করেছি ২ বছর হলো। চীরকাল সত্যের পথে চলে এসেছি, সত্তিটাকে তুলে ধরতে চেয়েছি যেকারণে জীবনে হয়তো বাকিদেরমতো খুব উন্নতি করতে পারিনি তবে তাতে কোনো দুঃখ নেই আমার। ভাগনার সাহায্যে একটা সুযোগ পেয়েছি আমার নেশা টাকে সকলের মাঝে সাজিয়ে গুছিয়ে তুলেধরার এই সোশ্যালমিডিয়ার সাহায্যে। এই ২ বছরের পথচলায় অনেক বাধাবিপত্তি লাঞ্ছনা ও মিথ্যা অপবাদের সম্মূখীন হতেহয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে।আপনাদের সকলের ভালোবাসা এবং সাপোর্ট আশা করবো।আমার এই সৎ উদ্দেশ্য আপনাদেরমত সৎ এবং ভালোমানুষরাই পারে সফল করতে এবং আমার বিশ্বাস আপনারা আমাদের পাশে থাকবেন। সবশেষে যানাই আমাকে আর পাঁচজন নামিদামি ইউটিউবার দের গুলিয়ে ফেলবেননা।(আমার উদ্দেশ্য কাউকে ছোটো করানয়) আমি টাকানিয়ে কোনোপুকুরে ভিডিও বানাইনা।For Fishng Products or any kind of promotions feel free to reach me at 9830518733 || Mail: [email protected]

THANK YOU SO MUCH