SS@BD-

বাংলার বুকে ছয় ঋতু আসে,
মায়ার বাঁধন হৃদয় ঘিরে বাসে।
গ্রীষ্ম আসে রৌদ্রের তেজে,
আমের মিষ্টি গন্ধে মেলে বাতাসে।

বর্ষা নামে ঝরঝরে জলে,
সবুজ হয়ে ওঠে মাঠ-ঘাট-তলে।
শরৎ আসে কাশফুলের হাসি নিয়ে,
নীল আকাশে ভাসে মেঘের বানে।

হেমন্তে ধানের সোনালী ক্ষেতে,
খুশির বার্তা ছড়ায় প্রভাতে।
শীত আসে কুয়াশার চাদরে,
গোলাপ-সরিষা ফোটে বনে প্রান্তরে।

বসন্তে ফুলে ফুলে রঙের মেলা,
পলাশ কৃষ্ণচূড়া কোকিল সুরের খেলা।
বাংলার ছয় ঋতুর রূপের মোহনায়,
জীবন গাঁথা হয় প্রকৃতির গহনায়।