The Way to trust

সত্যের পরিচয় জানতে যথাযথ পথ ও পদ্ধতির অনুসরণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। সত্য খুঁজে নেওয়া ছাড়া বাঁচার কোনো পথ নেই। সবাইকে নিজ নিজ দায়িত্বে সত্যপথ খুঁজে নিতে হবে।

আমি বিভিন্ন ধর্ম নিয়ে আলোকপাত করেছি যেখানে সত্য খুঁজে পেতে আপনার সহায়ক হবে ইনশাআল্লাহ।

সত্য পথ চেনার উপায়:
১. বিভিন্ন ধর্ম নিয়ে গবেষনা।
২.যা কল্যানকর তা গ্রহন করা আর যা অকল্যান তা বর্জন করা।
৩.হজুগে গা না ভাসানো।
৪.সত্য গ্রহন করার মানষিকতা তৈরি করা।
৫.চেষ্টা চালিয়ে যেতে হবে।
৬.কোন ব্যক্তিকে দেখে ধর্ম বিচার না করা।
৭. কারো দোষ না ধরে তা সংশোধনের চেষ্টা করা।
৮. যে গ্রন্থ দেশ, রাষ্ট্র ও পৃথিবী পরিচালনার দিক নির্দেশ থাকে সুক্ষ্মভাবে সেটি গ্রহন করা।


সত্য চেনার ১০ উপায়
১) নিজের ভুলের ব্যাপারে সতর্ক থাকা
২) জ্ঞানীদের সান্নিধ্য
৩) ইসলামের পথ অনুসরণ করা
৪) প্রতিপক্ষকে অবজ্ঞা না করা
৫) সত্য গ্রহণে প্রস্তুত থাকা
৬) স্রোতে গা ভাসানো যাবে না
৭) বাহ্যিক অবস্থা বিচার করে সিদ্ধান্ত নেওয়া যাবে না
৮) দলিল অনুসন্ধান করা
৯) আল্লাহর কাছে প্রার্থনা করা
১০) বড় ব্যক্তিরও ভুল হতে পারে—এ কথার ওপর বিশ্বাস রাখা