ছোট্ট পুষ্টি বাগান 🌿Tiny Nutrition Garden 🌱

প্রায় বিনা খরচায় জৈব ভাবে বাগান করার জন্য উৎসাহ দিই। বিভিন্ন উৎস থেকে বিভিন্ন রকম গাছপালা বিষয়ক তথ্য আহরণ করে সেগুলোকে বাস্তবে রূপ দান করার প্রচেষ্টা করি ।সফল অসফল হলে সেগুলো পরিবেশন করা হয়। এই চ্যানেলটিতে অনেক কিছু শিখতে পারবেন। আসুন সকলে মিলে জৈব ভাবে বাগান করি। স্থানীয় প্রজাতি গুলোকে বাঁচিয়ে রাখি। নিজেরা বীজ সংগ্রহ করে বিভিন্ন বড় বড় কোম্পানির ওপর নির্ভরশীলতা কমাই ।

নিজেরা জৈবিক সার তৈরি করি।

বিভিন্ন রকম আয়ুর্বেদিক গাছপালা যেগুলো আমরা পাত্তা দিই না কিন্তু বিভিন্ন রকম উপকারী কাজে লাগে সেগুলো আমি এই চ্যানেলে তুলে ধরবো। আশাকরি আপনাদের সকলের কাজে আসবে এবং ভালো লাগবে। এই চ্যানেল আশা করে আপনাদের প্রত্যেকের বাড়িতে ছোট্ট হলেও একটি বাগান থাকবে সেই বাগানের নাম হবে পুষ্টি বাগান। সেই রাসায়নিক সার মুক্ত পুষ্টি বাগান থেকে আপনাদের 100 শতাংশ নিরাপদ অল্প পরিমাণে হলেও সবজি এবং শাক আবাদ করতে পারবেন । এটাই আমার প্রার্থনা প্রত্যেকের কাছে । - সনতু চৌধুরী।
I encourage organic gardening. Various steps and tips for zero expense organic gardening. Benefits of medicinal plants.

- Santu Chowdhury