মুফতি ফাহিম

For self entertainment. অন্যের বিষয়ে নাক গলানোর মানুষ এর সংখ্যা বেশি যার ভালো সেই বুঝে কারো ভালো করতে যেয়ে খারাপ করে ফেলার মানুষ বেশি কিছু মানুষ নিজের স্বার্থই দেখে অন্যকে পড়তে দেয় না সহ্য করতে পারে না যারা মান সম্মানের চেয়ে টাকা কে বড় মনে করে যারা ব্যক্তিত্বের চেয়ে প্রেম-ভালোবাসা জনতাকে বড় মনে করে যারা বিবেকের চেয়ে আবেগকে বড় মনে করে যারা পরিবর্তনকে ভয় করে যারা সকলকে একই পাল্লায় মাপা যারা মন বুঝতে চায় না উভয়পক্ষের কথা শুনেনা যারা অন্তরে ঘৃণা বিদ্বেষ খুব লাল জলসা অসৎ উদ্দেশ্য জমিয়ে রাখে যারা জোর করে ভালোবাসা আদায় করতে চায় যারা সম্মান পাওয়ার জন্য ধমকায় রাগারাগি করে জোর করে মানুষের উপর অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেন তারা মানুষ হলেও ভেতরে অমানুষ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট তারা পৃথিবীর জন্য বোঝা তাদের ধ্বংস কামনায় এবং নবীন দেন সুযোগ দানে দানে আগামীর সমাজ রাষ্ট্র এমনকি প্রতিটি পরিবার হোক উজ্জ্বল শান্তিময় সময় উপযোগী আমিন